Home » বিলোনিয়া শহর এলাকায় বোম উদ্ধার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিলোনিয়া শহর এলাকায় বোম উদ্ধার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

by admin

বিলোনিয়া শহর এলাকায় বোম উদ্ধার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলে শহরের জেল রোড এলাকা থেকে বিলোনিয়া থানায় খবর আসে জেল রোড এলাকার জৈনক প্রদীপ দেবনাথের বাড়ির খড়ের চীনের নিচে সুতলি বাঁধানো ভারী দুটি গোলাকৃতির বোমার মতো উদ্ধার হয়। এলাকারই বাসিন্দা সুকান্ত দেবনাথ কাপড় শুকাতে দিয়ে আসার সময় খড়ের চিন থেকে গৃহ পালিত প্রাণীর জন্য খর তুলতে গিয়ে হটাৎ করে চিনের নিচে উপরুক্ত গোলাকার বোমার মতো দেখতে পেয়ে আঁতকে উঠে। সাথে সাথে এলাকাবাসী জানতে পেরে বিলোনিয়া থানায় খবর পাঠানো হয়। পুলিশ সাথে সাথে ছুটে আসে ঘটনার স্থলে। খুব সাবধানের সাথে এই দুটি সামগ্রী খেরের চিন থেকে উদ্ধার করে খালি জায়গায় রেখে দেয়। এই ঘটনা শুনে বহু লোক ঘটনাস্থলে ছুটে আসলেও পুলিশ নিরাপত্তা জনিত কারণে কাছে ঘেষতে দেয়নি এলাকা বেরিগেট করে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে এটি কি সত্যিকারের বোম নাকি অন্য কিছু। এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য জরুরী খবর পাঠানো হয়েছে বোম স্কোয়াড বাহিনীকে। জানা গেছে বার্তা পেয়ে বোম স্কোয়াড বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। তবে আদোও উদ্ধার হওয়া এ দুটি বোম নাকি গোল আকৃতির সুতলির বান্ডেল। তা চূড়ান্ত পরীক্ষার পরে স্পষ্ট করে জানা যাবে।

You may also like

Leave a Comment