ধর্মনগর প্রতিনিধি।
উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কদমতলা টাউন হলে মহিলা মোর্চার এক সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দুপুর একটায় অনুষ্ঠিত মহিলা মোর্চার এই সভায় জনঢল লক্ষ্য করা যায়। অর্থাৎ বিজেপি দল তার বিভিন্ন মোর্চার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। আজও তার ব্যতিক্রম ছিল না। উক্ত মহিলা মোর্চার এই সভায় রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম মজুমদার উপস্থিত ছিলেন। তাছাড়াও উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী,কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর এবং উত্তর জেলার প্রভারী তথা মহিলা মোর্চার নেত্রী বিলকিস জাহান উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সিপিএম ও কংগ্রেসকে একেবারে তুলোধুনো করেন। তাদের বক্তব্য সিপিএম এবং কংগ্রেস ধর্মের নামে রাজনীতি করে বিজেপি থেকে মুসলিম সমাজকে পৃথক করে রেখেছে। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি উচ্চস্বরে বলেন রাজ্যের একশো শতাংশ মুসলিম ভোটের মধ্যে আশি শতাংশ ভোটই বিজেপির ঝুলিতে যাবে সামনের বিধানসভা নির্বাচনে। এদিকে আজকের এই হল সভায় শত শত সংখ্যালঘু মহিলাদের উপস্থিতিতে এই কেন্দ্র থেকে বিজেপির জয় নিশ্চিত বলেন বক্তারা। হল সভা শেষে কদমতলা বাজারে এক রেলির মাধ্যমে সভার সমাপ্ত হয়।
বিজেপির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কদমতলা টাউন হলে মহিলা মোর্চার এক সভা অনুষ্ঠিত হয়
114
previous post