Home » পূর্ব কল্যাণপুরে রেগার শ্রমিকদের মধ্যে বিনামূল্যে জিসিআই গামলা বিতরণ করা হয়

পূর্ব কল্যাণপুরে রেগার শ্রমিকদের মধ্যে বিনামূল্যে জিসিআই গামলা বিতরণ করা হয়

by admin

কল্যাণপুর প্রতিনিধি_রেগার শ্রমিকদের মধ্যে জিসিআই গামলা বিতরণ বিনামূল্যে। কল্যাণপুর ব্লকের সবকটি পঞ্চায়েত এবং এ ডি সি ভিলেজের মধ্যে এরকম গামলা সরকারিভাবে বিতরণ করা হচ্ছে। আজ বুধবার দুপুরে এক সরকারি অনুষ্ঠান হয় কল্যাণপুর আর ডি ব্লকের অধীন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তোতাবাড়ী বাজার নাট মন্দিরে। এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ, ভিডিও তরুণ কান্তি সরকার এবং এডিশনাল ভিডিও। অনুষ্ঠানের সভাপতি ছিলেন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক সরকার। বেশ লোক জমায়েত হয় অনুষ্ঠানে। এদিন পূর্বকল্যাণপুর পঞ্চায়েতের অধীন প্রায় ৭০০ রেগা শ্রমিকদের হাতে বিনামূল্যে জিসিআই গামলা বিতরণ করা হয়। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যৌথ পিডিএফ ফান্ড থেকে ১ লক্ষ ৮ হাজার টাকা বে এই গামলা বিতরণ করা হয়। যা সম্পূর্ণ বিনামূল্যে। বেশ খুশি রেগার শ্রমিকরা। শুধু এই পঞ্চায়েত নয় কল্যাণপুর ব্লকের সব পঞ্চায়েতেই এমন করে দেয়া হচ্ছে বলে জানান অতিথিরা।

You may also like

Leave a Comment