116
প্রতিনিধি,বিশালগড় ,২১ ডিসেম্বর।। বামামলে গাঁজা সাম্রাজ্যে পরিণত হয়েছিল কমলাসাগর বিধানসভা। প্রভাবশালীদের মদতে তিন দশক ধরে গাঁজা চাষ হয়েছে। বর্তমান সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার সংকল্প নিয়ে কাজ করছে। প্রতিনিয়ত গাঁজা বাগান ধ্বংস করছে পুলিশ। বুধবার মধুপুর থানার পুলিশ টিএসআর আসাম রাইফেল এবং বিএসএফ জওয়ানরা যৌথ ভাবে গাঁজা সাম্রাজ্যে হানা দেয়। কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় সরকারি খাস জমিতে বিপুল পরিমাণ গাঁজা চাষ হয়েছে। এদিন ২৫ টি বাগানে হানা দিয়ে ৪৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে যৌথ বাহিনী । গাঁজা গাছ কেটে বাগানেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এদিন আনুমানিক ৪৫ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আর কিছু দিন পরেই গাঁজার ফসল ঘরে তোলার কথা। কিন্তু শেষ রক্ষা হলোনা। তিন ঘন্টার অভিযানে ধ্বংস হয়ে যায় গাঁজা সাম্রাজ্য।