Home » ২০২৩ শে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে বিজেপি : তেজস্বী

২০২৩ শে বিপুল ক্ষমতা নিয়ে সরকারে ফিরছে বিজেপি : তেজস্বী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে যুব বিজয় সংকল্প রেলি অনুষ্ঠিত হয় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে ময়দানে । এই সংকল্প রেলিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য্য । এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন , বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় , রাজ্য বিজেপি যুব মোর্চা সভাপতি নবাদল বণিক, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রঞ্জিত দাস , সুভাষ দাস ও জেলা যুব মোর্চা সভাপতি সহ আরো অনেকে । রেলিতে স্বাগত ভাষণ রাখেন , গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা । এদিনের যুব বিজয় সংকল্প রেলিতে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্য্য বলেন , আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে যুব মোর্চার কর্মীরা যতবার নির্বাচনী প্রচারে ডাক দেবে আসার জন্য। সেই এক ডাকে এই রাজ্যের বুকে যুব মোর্চার কর্মীদের পাশে থাকার জন্য এবং প্রচারে অংশগ্রহণ করার জন্য প্রতিটা সময় ছুটে আসবেন । এছাড়া তিনি বলেন এই বিগত দিনে এই রাজ্যের বুকে বহু ছাত্র-ছাত্রী পড়াশোনার ক্ষেত্রে অথবা কর্মসংস্থান খোঁজার জন্য ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য দিনের পর দিন ওই জায়গায় বসবাস করে কাজকর্ম করছেও এবং একই সাথে পড়াশোনা চালাচ্ছে। কিছুই রাজ্যে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পর যুবক শ্রেণীদের জন্য বর্তমান রাজ্য সরকার কর্মসংস্থানের এক নতুন দিশা নিয়ে এসেছে । তিনি আরো বলেন বিগত ২৫ বছরের বাম শাসনে এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা সেরকমভাবে উন্নত ছিল না । প্রায়শই দেখা যেত ১৬ থেকে ১৭ ঘন্টা সড়কপথে যাতায়াত করে গৌহাটিতে গিয়ে রেল স্টেশনে পৌঁছাতে হতো ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষকে । কিন্তু কেন্দ্রে মোদি সরকার আসার পর এই রাজ্যের বুকে ব্রডগেজ রেললাইন তৈরি করা হয়েছে । জাতীয় সড়ক ইতিমধ্যেই বেশ অনেকগুলি তৈরি করেছে বর্তমান সরকার । তা একমাত্র সম্ভব হয়েছে কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে । এদিন সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তার ভাষণের মধ্য দিয়ে রাজ্যের বিরোধী দল সিপিআইএমকে তীব্র আক্রমণ শানান । যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি বলেন আগামী বিধানসভা নির্বাচনে যুব মোর্চা এক অগ্রণী ভূমিকা পালন করবে এবং দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার গঠনের মুখ্য ভূমিকা প্রতিটা বিধানসভায় নিজ দায়িত্বে পালন করবে যুব মোর্চার কর্মীরা। সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী কে? দ্বিতীয়বার সরকার আসার বিষয়ে নিশ্চিত করবে যুব মোর্চার পক্ষ থেকে । একই সাথে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী নাম না করে কংগ্রেস বিধায়ক কে তীব্র আক্রমণের নিশানায় নেয় । এই নিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কটাক্ষের সুরে কংগ্রেস বিধায়ককে ফেরিওয়ালার সাথে তুলনা করে তীব্র আক্রমণ । তিনি বলেন রাজ্যের বুকে গড়ে ওঠা আঞ্চলিক দলগুলি সময়ের সাথে সাথে হারিয়ে যাবে এই রাজ্যের বুক থেকে। শুধুমাত্র এক রাজনীতির ময়দানে রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে আবার দ্বিতীয়বারের ক্ষমতা নিয়ে । একই সাথে তিনি সিপিআইএমকে তীব্র কটাক্ষ করে শুনে বলেন গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ১৬ টি আসন পেয়েছিলো বামেরা । কিন্তু আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য হয়ে যাবে গোটা রাজ্য জুড়ে । এদিন যুব মোর্চার পক্ষ থেকে সর্বভারতীয় যুব মোর্চার সভাপতিকে তার নিজের মায়ের একটি ছবি সহ রাজ্যের উপজাতিদের নিজ হাতে তৈরি করা উপহার দেওয়া হয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য্যকে । যুব বিজয় সংকল্প রেলি কে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী থেকে শুরু করে মহিলা মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment