প্রতিনিধি , উদয়পুর :-উদয়পুর মহকুমা অধীন সিএনজি স্টেশন গুলোতে সিএনজি গ্যাসের জন্য প্রতিদিন অটো রিক্সার দীর্ঘ লাইন সৃষ্টি হয় । এর ফলে ব্যবসায় বড় ক্ষতি দেখা দিয়েছে অটো শ্রমিকদের । একদিকে যেমন ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আবার অন্যদিকে পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের । সিএনজি গ্যাসের এই ধরনের সমস্যার কথা জানতে পেরে মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার নিকট এক ডেপুটেশানে মিলিত হয় ভারতীয় মজদুর সংঘের গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ ও ট্যাক্সি চালক সংঘের নেতৃত্বরা । এদিন পাঁচজনের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সাথে দেখা করেন । এদিনের ডেপুটেশানে অংশ নেন বিএমএসের জেলা সভাপতি গৌতম দাস, সহ-সভাপতি স্বপন মন্ডল , গোমতী ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের সভাপতি মুকতুল হোসেন ,
সম্পাদক প্রদীপ মজুমদার , ট্যাক্সিচালক সংঘের সভাপতি কৃষ্ণ বৈদ্য সহ প্রমূখ । এই ডেপুটেশানে দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল , অবিলম্বে খিলপাড়া স্থিত সিএনজি স্টেশন এবং গর্জি সিএনজি স্টেশন চালু করা , ব্রম্মাবাড়ী সিএনজি স্টেশনে ২৪ ঘন্টা দুইটি ডিসপেন্সার চালু রাখা , জামজুরি ও মাতাবাড়ি সিএনজি স্টেশান ২৪ ঘন্টা পরিসেবা চালু রাখা ও সিএনজি সরবরাহকারী গাড়ির সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি সাত দফা দাবি নিয়ে এদিন ডেপুটেশান দেওয়া হয় । ডেপুটেশান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান , গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা সাত দফা দাবি নিয়ে কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী দিনে এই সকল সমস্যার সমাধান করার জন্য সিএনজি আধিকারিকদের সাথে কথা বলবেন। তাছাড়া প্রশাসনিকভাবে এক বৈঠক তিনি করবেন এই সমস্যা দূরীকরণের জন্য। এই বৈঠক শেষে এক সমাধান সূত্র বের হয়েছে বলে জানান ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা নেতৃত্বরা ।
সিএনজি সমস্যা নিয়ে ৭ দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশান বিএমএসের ।
126