Home » রাজ্যের মানুষ এই বিরোধী জোটকে প্রত্যাখ্যান করছেন প্রকাশ্য জনসভায় বললেন রাজিব।

রাজ্যের মানুষ এই বিরোধী জোটকে প্রত্যাখ্যান করছেন প্রকাশ্য জনসভায় বললেন রাজিব।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: কলসী বাজারেপূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনিত প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠীত হয় নির্বাচনী সমাবেশ।
ত্রিপুরা রাজ্যে প্রথমদফায় পশ্চিম ত্রিপুরা আসনে ভোটগ্রহনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্বীতিয় দফায় ভোট গ্রহন করাহবে আগামী ২৬ শে এপ্রিল। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত ও আই পি এফ টি, তিপ্রামথা সমর্থীত প্রার্থীর জয়ের লক্ষ্যে রেখে শনিবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে কলসী বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠীত করাহয়। আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনিত ও তিপ্রামথা, আই পি এফ টি দলের সমর্থীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন। এছারা উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিজেপির দক্ষিন জেলার সভাপতি শঙ্কর রায়, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং সহ অন্যান্যার। আজকের সমাবেশে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা বিগত বাম আমলে দক্ষিন জেলায় খুন সন্ত্রাসের তথ্য তুলেধরেন ও ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে মহারানী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। আজকের এই সমাবেশে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment