Home » প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে কৈলাসহরে জনসভা

প্রার্থী কৃতি দেববর্মার সমর্থনে কৈলাসহরে জনসভা

by admin

প্রতিনিধি কৈলাসহর:-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেববর্মনের সমর্থনে গতকাল সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কৈলাসহরের রাজপথে রোড শো করেন। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে ভোট আবেদন করেন মুখ্যমন্ত্রী।গত ১৫ই এপ্রিল কুমারঘাট পিডব্লুডি ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।আজ বিকেলে কৈলাসহর বাবুর বাজারে অনুষ্ঠিত হয় জনসভা।সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়,রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া,পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস,জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন উন্নয়ন মূলক কাজের নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে।আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি প্রার্থীরা।তিনি বলেন আন্তর্জাতিক বিমানবন্দর, এনসিআরটি সিলেবাস,বিদ্যা জ্যোতি প্রকল্পে সিবিএসসি স্কুল,৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ,নির্বাচনে মহিলা সংরক্ষণ,উজ্জ্বলা যোজনা, সৌভাগ্য যোজনা,কিষাণ সম্মান নিধি,আয়ুষ্মান ভারত, দুই হাজার টাকা সামাজিক ভাতা,সপ্তম বেতন কমিশন, ২৫ শতাংশ ডি এ,যুবাদের জন্য স্টার্টআপ এভাবে উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান দিয়ে শেষ করা যাবে না।ভারতীয় জনতা পার্টির সরকার এক শক্তিশালী সরকার,মানুষ ও শক্তির সঙ্গে যায় দুর্বলের সঙ্গে কেউ যেতে চায় না।বাবুর বাজার বাসীর উদ্দেশ্যে বিপ্লব দেব বলেন আপনাদের ভবিষ্যৎ পূর্বতন সিপিএম ও কংগ্রেস সরকার ধ্বংস করে দিয়েছে,আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন।আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবেন আর যদি কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট দিন তাহলে জামানত জব্দের জন্য ভোট দেওয়া হবে।তিনি পূর্বতন বাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে ত্রিপুরা রাজ্যে বিপ্লব দেব,সুনীল দেওধর ও অমিত শাহ যদি না আসতো তাহলে পরিবর্তন হতো না। ত্রিপুরা রাজ্যে বান্দরের হাতে লাঠি ছিল।এরা সরকার চালানোর উপযুক্ত ছিল না। দুর্ভাগ্য ত্রিপুরা বাসীর যে এদের মতো লোক মুখ্যমন্ত্রী ও মন্ত্রী ছিল যারা রাজ্য পরিচালনা করেছিল।তিনি সকলকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিতে আসার আহ্বান করেন।কংগ্রেস ও কমিউনিস্ট মানুষকে হিন্দু, মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান ইত্যাদি জাতিতে বিভক্ত করে,ক্ষমতা দখল করে থাকতে চায়। ইন্ডিয়া ব্লক জোটকে কটুক্তি করে বিপ্লব দেব বলেন আমি কোনদিন কল্পনা করতে পারিনি যে ৭৫ বছর বয়সে মানিক সরকারের এমন অধঃপতন হবে শেষ বয়সে হাত চিহ্নে উনাকে ভোট দিতে হলো।ব্যক্তি স্বার্থে এরা কতটুকু নিচে নামতে পারে এটাই তার প্রমান।ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাস করে।

You may also like

Leave a Comment