Home » প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী

প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী

by admin

পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃতি দেব বর্মনের সমর্থনেখোয়াই এর একাধিক জায়গায় প্রচার অভিযানে অংশগ্রহণ করেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার। এদিন তিনি প্রথমে রামচন্দ্র ঘাট বিধানসভাকেন্দ্রের রসরাজ নগর কমিউনিটি হলে এক নির্বাচনী সভায় মিলিত হন। উক্ত সভায় মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা সহ মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দরা। দ্বিতীয় নির্বাচনের সভাটি সংগঠিত হয় খোয়াই বিধানসভা কেন্দ্রের চেরমা এলাকায়। এই দিনে দুইটি সমাবেশে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার বলেন মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রে মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। মহিলারা আত্মনির্ভরশীল হলে পরিবার এবং সমাজ শক্তিশালী হবে। বিগত দিনে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত এবং নিপীড়িত হত। সন্ধ্যার পর আমাদের মা বোনরা ঘর থেকে বেরহতে পারত না। আতঙ্ক তাদের গ্রাস করে নিত। এখন রাজ্যে মহিলাদের জন্য কঠোর নিরাপত্তা বিধান রয়েছে। তাই মহিলাদের সুরক্ষা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীকে রেকর্ড সংখ্যকভোটে জয়ী করা আহ্বান জানান তিনি। এ দিনের সমাবেশে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

You may also like

Leave a Comment