প্রতিনিধি , উদয়পুর :-
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলা বিজেপি দলীয় কার্যালয়ে বৈঠক করলেন দলীয় কর্মী থেকে শুরু করে নেতৃত্বদের সাথে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া এই বৈঠকে ছিলেন বিজেপি গোমতি জেলা সভাপতি অভিষেক দেবরায়, একত্রিশ রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমূখ। এদিনের বৈঠকে দলীয় নেতৃত্বে এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , ২০২৪ সালের লোকসভা ভোটে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে এই বিধানসভা কেন্দ্রের প্রতিটি ভোটারের বাড়িতে জনসম্পর্ক অভিযান শুরু করতে হবে। একই সাথে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্রগুলি দলীয়ভাবে ভোটারদের কাছে প্রতিটি এলাকায় নিয়ে যেতে হবে । একই সাথে পঞ্চায়েত করে যে সকল কাজ হয়েছে সেই সকল কাজগুলি গ্রামীণ এলাকা মিছিল এবং মিটিং এর মধ্য দিয়ে তুলে ধরতে হবে। পাশাপাশি দলীয়ভাবে সংগঠনকে আরো মজবুতভাবে কাজ করতে হবে ভোটকে সামনে রেখে । সে সাথে বৃহস্পতিবার দুপুরে উদয়পুরে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সেখানে দলের সমস্ত শাখা সংগঠনে নেতৃত্বরা এবং কর্মীরা সেই জায়গায় উপস্থিত থাকারও আহ্বান জানানো হয়েছে এই দিনের বৈঠক থেকে। সন্ধ্যাকালীন যে যদিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাতে আর কেপুর মন্ডলের অধীনে সমস্ত বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের ইনচার্জ, পঞ্চায়েত প্রধান ,কাউন্সিলার, রাজ্য কমিটির সদস্য, মন্ডল কমিটি এবং জেলা কমিটির সকল সদস্যরা এদিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দেয় ।