133
৫৪ কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন হরিনাছড়া ৪ নং ওয়ার্ড এলাকায় বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ১৪ পরিবারের ৩০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা ভূষণ দাস, কদমতলা করতে মন্ডল সাধারণ সম্পাদক মান্না গোস্বামী, সহ-সভাপতি নিতিশ চক্রবর্তী, মহিলা মোর্চা মন্ডল সভানেত্রী অঞ্জনা চক্রবর্তী, মন্ডল প্রভারী জহর চক্রবর্তী, গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমিলা ত্রিপুরা সহ অনান্য নেতৃত্বরা।এদিন সিপিএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন ১৪ পরিবারের ৩০ জন ভোটার।