Home » বিশালগড়ে সংবাদিক কর্মশালা “বার্তালাপ” অনুষ্ঠিত

বিশালগড়ে সংবাদিক কর্মশালা “বার্তালাপ” অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় ,
২০ জুন।।
সিপাহীজলা জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে একদিবসীয় কর্মশালা “বার্তালাপ” অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশালগড় টাউন হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো অফ কমিউনিকেশন এর উপ অধিকর্তা শুভাশীষ কুমার চন্দ। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এর ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত কর। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ। উন্নয়নমূলক সাংবাদিকতা সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে সামাজিক উন্নয়ন, সুশাসনের উপর আয়োজিত এই বাৰ্তালাপ কর্মশালায় জেলার   ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। 
ভাষণে বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেছেন সরকারের  উন্নয়নমূলক প্রকল্পগুলি  রূপায়ণের ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। অনেক সময়ই এই প্রকল্পগুলির রূপায়নের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতিগুলি সামনে আসে সাংবাদিকদের সংবাদের মাধ্যমে। এর মধ্য দিয়ে প্রশাসনিকস্তরে উন্নয়নমূলক প্রকল্পের পরিমার্জন যেমন হয় তেমনি সঠিক দিশায় জনকল্যানমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন সম্ভব হয়। তিনদিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। আজাদী কা অমৃত মহোৎসব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে সেবা সুশাসন গরিব কল্যাণের ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এ উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

You may also like

Leave a Comment