প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালের ৯ বছর পূর্তি উপলক্ষে এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মাস ব্যাপি কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খেয়াই মন্ডলের ১৬ নং বুথে বিজেপি দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৪ পরিবারের ৪৮ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, এছাড়াও এইদিন সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রণব বিশ্বাস এবং বোথ সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এই দিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন বাম আমলে রাজ্যের কোন উন্নয়ন হয়নি। গরিবের জন্য বরাদ্দকৃত উন্নয়নের টাকা লুটেপুটে খেয়েছে বাম দলের নেতাকর্মীরা। এখন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। শিক্ষা, স্বাস্থ্য ,পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রেই ত্রিপুরা অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতা দখলের পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জনকল্যাণে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলছে এবং তার বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের আশিকোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে প্রায় ১২ কোটি শোচালয় নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটির বেশি দরিদ্র পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়া রেলওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটি এবং ডিজিটাল লেনদেনে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলিকে টক্কর দিচ্ছে। সবশেষে দেশ এবং রাজ্যে যে উন্নয়নের জোয়ার বইছে তাতে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
116