Home » পাম্প অপারেটরের চাকরি নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি,

পাম্প অপারেটরের চাকরি নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি,

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া:- পাম্প অপারেটরের চাকরি নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি, ঘটনা বুধবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ঠাকুরছড়া এডিসি ভিলেজের লাঙ্গিয়া পাড়া। ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি উক্ত পাড়ার বাসিন্দা কালতো চাকমার খাস জায়গার উপর পানীয় জল সম্পদ দপ্তর থেকে একটি ডিপ টিউবয়েল বসানো হয়। বর্তমানে পানীয় জলের পাম্প মেশিনটি চালুর উদ্দেশ্যে অফিস থেকে সুমন চাকমাকে নিয়োগ করা হয়। এইমতাবেক বুধবার সকালে সুমন চাকমা মেশিনটি চালাতে গেলে জায়গার মালিক বাধা দেয়। এরপর দুই পরিবারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, একসময় হাতাহাতির রূপ ধারণ করে। এতে করে অপারেটর সুমন অল্প বিস্তর আহত হয় এমনটাই তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অপরদিকে কালতো চাকমার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় যেহেতু তাদের জায়গায় পাম্প মেশিনটি বসানো হয়েছে সেহেতু তাদের পরিবারের যে কেউ অপারেটরের চাকরি পাওয়ার দাবিদার। এদিকে সুমনকে মারপিট করা হয়েছে এই অভিযোগ তুলে হামলা কারীদের গ্রেপ্তারের দাবিতে সুমনের আত্মীয়-স্বজনরা গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তা অবরোধে বসে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডিসি সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনিক আধিকারিকরা অবরোধকারীদের সাথে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যান বহন আটকে পড়ে প্রচন্ড গরমে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

You may also like

Leave a Comment