Home » কালা ছড়া চা বাগানে বৈঠক করলেন মন্ত্রী

কালা ছড়া চা বাগানে বৈঠক করলেন মন্ত্রী

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর বিধানসভার কালাছড়া চা বাগানে কর্মরত শ্রমিকদের নিয়ে বৈঠক করলেন মোহনপুরের বিধায়ক তথা কৃষি মন্ত্রী রতন লাল নাথ। দীর্ঘদিন যাবত এই বাগানের শ্রমিকদের যে সমস্ত সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো অতিসত্বর সমাধান করতে করা হয় আলোচনা।
মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত কালাছড়া চা বাগান অনেকটাই পিছিয়ে। তাদের জীবন ধরার মানোন্নয়ন ঘটাতে এলাকার বিধায়ক বদ্ধপরিকর। বুধবার নিজে কালাছড়া চাবাগানে গিয়ে শ্রমিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এই চা বাগান এলাকার বসবাসকারীদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবগত হন তিনি। এই সমস্যাগুলো এবং আগামী দিনে এই এলাকায় উন্নয়নমূলক কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন মন্ত্রী। এই সভাতে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান রিনা দেববর্মা, মোহনপুর ব্লকের বিডিও এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment