Home » সিপাহীজলা জেলায় সরকারি জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু

সিপাহীজলা জেলায় সরকারি জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২০ মার্চ।। সরকারি জমি বেআইনি ভাবে জবরদখল করে ব্যবহার করছে কিছু স্বার্থান্বেসী গোষ্ঠী এবং ব্যাক্তি। এবার সেই সরকারি জমি দখলমুক্ত করার প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে । বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের আড়ালিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে ০.৭৬ একর তথা ১ কানি ১৮ গন্ডা জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল । বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসতেই জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের আধিকারিক এবং তহশীলদার গিয়ে জমি পুনরুদ্ধার করেন। জানা গিয়েছে আড়ালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে দখলীকৃত জমির খতিয়ান নম্বর ১৫০২ ও ৭৪২ প্লট নম্বর ২৫৮৮ ও ২৫৮৭ । আধিকারিকরা জানান এই জমি এলাকার উন্নয়নে কাজে লাগানো হবে । জমি উদ্ধার করে জেলা পরিষদের মালিকানাধীন করা হয়েছে। জেলা প্রশাসন বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে জমিটি কী কাজে ব্যবহার হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। জানা গিয়েছে জেলায় প্রচুর জমি বেদখল হয়ে আছে। এগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করা হবে বলে জানান আধিকারিকরা।

You may also like

Leave a Comment