Home » রাতের অন্ধকারে বিজেপি সমর্থিত এক গরীব কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুষ্কৃতিকারীরা।

রাতের অন্ধকারে বিজেপি সমর্থিত এক গরীব কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুষ্কৃতিকারীরা।

by admin

রাতের অন্ধকারে বিজেপি সমর্থিত এক গরীব কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুষ্কৃতিকারীরা। ঘটনা রবিবার রাতে খোয়াই থানাধীন পশ্চিম সিঙ্গি ছড়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে গরীব কৃষক সমর সবর জানান গতকাল রাতে কে বা কারা উনার সবজি ক্ষেতটি সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। বহু কষ্টে টাকা পয়সা ধার-দেনা করে উনি পাঁচ গন্ডা জায়গায় কোমড় চাষ করেছিলেন। সোমবার সকালে উনি সবজি খেতে এসে দেখতে পান পুরু ক্ষেত কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবজি ক্ষেত ধ্বংসে উনার এক থেকে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যদিও এ বিষয়ে এখন অব্দি খোয়াই থানায় কোন অভিযোগ জমা পড়েনি। সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে একটা অশান্তির আবহ তৈরি হয়েছে। সরকার এবং প্রশাসন এই ধরনের সন্ত্রাস বন্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে এবং সকলের প্রতি শান্তির পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় সন্ত্রাসের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে। তবে সবগুলো ঘটনাই যে রাজনৈতিক তা কিন্তু নয়। কিছু কিছু ঘটনায় লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত রেষারেষি কিংবা পূর্বসূত্রতার জেরে ঘটছে এবং একে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। সরকার এবং প্রশাসনকে এই ধরনের সন্ত্রাস বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মনে করছেন খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগন।

You may also like

Leave a Comment