ধর্মনগর প্রতিনিধি।
সারা রাজ্যজুড়ে রক্তের একটা আকাশ চলছে। রাজ্য মন্ত্রিসভার বিধায়ক এবং মন্ত্রীরা রক্তের এই সমস্যার সমাধানে নিজেরাই এগিয়ে এসেছে। কয়েক মাস নির্বাচনের কাজে সবাই ব্যস্ত ছিল তাই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়নি যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের আকাল। রক্ত তো আর নির্বাচন মানুষের ব্যস্ততা এইসব মানে না। এবার রক্তদানে এগিয়ে এসেছে রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল এবং রোটারেক্ট ক্লাব। সোমবার এই দুই ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মোট ২০ ইউনিট রক্ত এই মহান অনুষ্ঠানে দান করা হয়। উল্লেখ্য ধর্মনগরে প্রত্যেকদিন গড়ে ১২ ইউনিট থেকে 15 ইউনিট রক্তের প্রয়োজন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি সুবীর সোম,, লিটারেসি বিভাগের চেয়ারম্যান প্রসেনজিৎ চ্যাটার্জী ডিআরআর সুদীপ দাস রোটারেক্ট এর সম্পাদক দিপুজ্জ্বল দাস।
রোটারি এবং রোটারেট ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত।
111