135
প্রতিনিধি, গন্ডাছড়া ২০ জানুয়ারি:- গন্ডাছড়া সরমা কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ শ্রীমন্ত রায়, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা, কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতিবিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কলই, শিক্ষক রতন পাল সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।