প্রতিনিধি, গন্ডাছড়া ২০ জানুয়ারি:- ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের কৃষাণ মোর্চার উদ্যোগে শুক্রবার এক দিবসীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিন রামনগর বাজার কমিউনিটি হলে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, জেলা সম্পাদিকা সতী চাকমা, মন্ডলের সহ-সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, কৃষান মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, মোর্চার মণ্ডল সভাপতি দরবাছা চাকমা প্রমুখ। এদিন সম্মেলন শুরুর আগে দলীয় কর্মী সমর্থকরা বিশাল এক রেলির মাধ্যমে রামনগর বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সেখানে আলোচনা করতে গিয়ে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা জানান কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। কৃষক সম্মান নিধির মাধ্যমে প্রত্যেক কৃষককে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক ভাবে সাহায্য করছে। এতে করে কৃষকরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। মন্ডল সভাপতি আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে দিকে দিকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
101