তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া মহকুমায় একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনা যেন গোটা মহকুমাবাসীর মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়া মহকুমার কোথাও না কোথাও ভয়াবহ যান দুর্ঘটনা লেগেই রয়েছে। আর প্রতিটি দুর্ঘটনায় গুরুতর আহত হচ্ছে এই দুর্ঘটনাগুলির কবলে পড়া মানুষ জনেরা। এমনকি প্রাণও হারাতে হয়েছে ইদানিং কালে যান দুর্ঘটনার কবলে পরে বহু মানুষজনদের। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার দিন সকাল নাগাদ ভয়াবহ দুটি যান দুর্ঘটনা ঘটে তেলিয়ামুড়া মহকুমায়।
সোমবার গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৯ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে বহিরাজ্যের NL l 0 L1591 নম্বরের একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত হয় নান্টু মালাকার নামের ওই ট্রাক গাড়ির চালক। পরবর্তীতে দমকল কর্মীরা ট্রাকের চালককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুম হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জি.বি.পি হাসপাতালে পাঠিয়ে দেয় প্রাথমিক চিকিৎসার পর।
এই যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো মঙ্গলবার দিন সকাল নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় পথ চলতি কোন এক গাড়ি সজোরে ধাক্কা দেয় একটি স্কুটিকে। গাড়ির ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে স্কুটি এবং স্কুটিতে থাকা স্কুটি চালক ধনকুমার দেববর্মা। গুরুতর আহত অবস্থায় রাস্তার উপর স্কুটির চালককে পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের, খবর পেয়ে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় স্কুটির চালক ধনকুমার দেববর্মাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ওই স্কুটির চালকের চিকিৎসা চলছে।
তেলিয়ামুড়া মহকুমায় একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনা নিয়েও ননাহ প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে!!
তেলিয়ামুড়া মহকুমায় একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনা
116
previous post