25
- প্রতিনিধি কৈলাসহর:-মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত কৈলাসহর লায়ন্স ক্লাব।দীর্ঘ বছর ধরে তাদের এই সামাজিক কর্মকাণ্ড উদ্বুদ্ধ করে চলেছে যুব প্রজন্মকে।আজ কৈলাসহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির।শিবিরে লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে যশোদা মাল্টি স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন।এই মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ যশোদা হাসপাতালের প্রখ্যাত অর্থোপেডিক চিকিৎসক ডাঃ ইয়াদলাপল্লি ভেঙ্কটেশ এবং মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ ধর্মা তেজা। শিবিরে সুগার লেভেল পরীক্ষা ছাড়াও রক্তচাপ, অক্সিজেন লেভেল ইত্যাদি তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করা হয়।আজ সকাল ১০টা থেকে রোগীদের ঊনকোটি কলাক্ষেত্রে রেজিস্ট্রেশন করার কাজ শুরু হয় এবং রেজিস্ট্রেশনের পর রক্তচাপ ও সুগার লেভেল পরীক্ষা করার পর চিকিৎসকরা একে একে রোগী দেখেন।যাদের এক্সরের প্রয়োজন রয়েছে স্থানীয় একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের এক্সরে করানোর ব্যবস্থা করেছে লায়ন্স ও লিও ক্লাব। লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের এই উদ্যোগে উপকৃত হয়েছেন অসংখ্য রোগীরা। এছাড়াও কৈলাসহর লায়ন্স ক্লাব ও লিও ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির করে থাকে।লায়ন্স ক্লাবের চেয়ারপার্সন অধ্যাপক সঞ্জীব চৌধুরী জানান আজ দুপুরে লায়ন্স ক্লাব প্রাঙ্গনে রোগীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রোগীদের সুবিধার্থে বিনামূল্যে আজ মেগা স্বাস্থ্য শিবিরে ফিজিওথেরাপির ব্যবস্থা রেখেছে লায়ন্স ক্লাব। আজ মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেব রায়,সার্ভিস চেয়ারপার্সন সঞ্জীব চৌধুরী,কোষাধ্যক্ষ আশীষ সিনহা,যশোদা হাসপাতালের ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যানেজার সুকান্ত পাল সহ অন্যান্যরা।এছাড়াও লিউ ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লিও লায়ন সৌরভ বিশ্বাস,লিও ক্লাবের সভাপতি বিপাশা দেব, কোষাধ্যক্ষ প্রতিক পাল, সদস্যা নিকিতা দপ্তরী প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় ও মহকুমা শাসক প্রদীপ সরকার।খবর নিয়ে জানা যায়,সকাল দশটা থেকে শুরু হওয়া এই মেগা স্বাস্থ্য শিবিরে বিকেল চারটা অব্দি প্রায় ১৬৭ জনেরও বেশি রোগীরা অংশগ্রহণ করে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন। আগামী দিনেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।