43
- প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ের উন্নয়নের মুকুটে যুক্ত হলো নয়া পালক। হেরিটেজ লাইটের আলোয় সেজেছ বিশালগড় বাজার। জাতীয় সড়কের ডিভাইডারে মান্ধাতা আমলের লাইট বসানো হয়েছে হেরিটেজ লাইট। বিধায়ক সুশান্ত দেব বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে এই হেরিটেজ লাইটের ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে এক আনন্দঘন পরিবেশে ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে হেরিটেজ লাইটের শুভ উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদ চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য তপন দাস, শংকর সাহা, সমাজসেবক জিতেন্দ্র চন্দ্র সাহা, কাউন্সিলর রতন দেব, ডিসিএম প্রসেনজিৎ দাস সহ এলাকার বহু রাজনৈতিক সামাজিক ব্যক্তিগন। বিধায়ক সুশান্ত দেব বোর্ডে স্যুইচ টিপলে হেরিটেজ লাইট জ্বলে উঠে। এক অপরূপ দৃশ্য ফুটে ওঠে। এরপর ফলক উন্মোচন করেন বিধায়ক সহ অতিথিরা। বিধায়ক সুশান্ত দেব বলেন বুদ্ধিজীবি, অভিভাবক সহ অনেকের পরামর্শ নিয়ে বিশালগড়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার কাজ চলছে। গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। ছোট বড় সবগুলো রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। অফিসটিলায় নর্দমায় ভরা জলাশয়টি সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ শুরু হবে প্রতিমা ভৌমিকের সাংসদ উন্নয়ন তহবিলে। বিশালগড় এসডিপিও অফিস থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত রাস্তার প্রশস্ত করণের কাজ চলছে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হস্তক্ষেপে। আগামী এক বছরের মধ্যে সুইমিং পুল নির্মাণ কাজ শুরু হবে। বিজয় নদের উপর প্রাচীন এই সেতুটি সংস্কার এবং পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে একটি আধুনিক শহর এবং উন্নত বিশালগড় গড়ার কাজ চলছে দ্রুত গতিতে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশিত নৃত্য সকলের নজর কাড়ে।