গো মাংসপিণ্ড এবং হাড় উদ্ধাররের ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে খোয়াই পৌরপরিষদের ১ নং ওয়ার্ড উত্তর দুর্গানগর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ মূলে জানা যায় এলাকায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকের বসবাস। দীর্ঘ বৎসর ধরে সবাই মিলেমিশে এখানে বসবাস করছেন। গত সমবার ছিল ঈদ। কে বা কারা জাতিগত সুড়সুড়ি তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন হুশিয়ার করে বলেন এই ধরনের কাজকে কখনোই মান্যতা দেওয়া যাবে না। যারাই এই ধরনের কাজ করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন। যার যে ধর্ম সেটা পালন করুন। এলাকায় এ ধরনের কাজের যেন আর পোনরাবৃত্তি না ঘটে। অন্যথায় হিন্দু সম্প্রদায়ের লোকরাও বিকল্প পথ বেছে নিবে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় খোয়াই থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিবেশ যাতে উত্তপ্ত না হয় সেই দিকে নজর রেখে চলেছে পুলিশ। এদিকে এলাকার এক মুসলিম ব্যক্তি গো মাংসপিণ্ড টিকে মাটি খুঁড়ে সেটিকে চাপা দিয়ে দেয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। পুলিশের টহল অব্যাহত রয়েছে।
গো মাংসপিণ্ড এবং হাড় উদ্ধাররের ঘটনায় বুধবার তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে খোয়াই পৌরপরিষদের ১ নং ওয়ার্ড
by admin
written by admin
143