প্রতিনিধি, বিশালগড় পানীয় জলের কোম্পানিকে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা ক্লিনচিট দিলো। খারিজ করে দেন সকল অভিযোগ। জানা গেছে, গত কিছুদিন আগে বিলোনিয়ার এক ব্যক্তি পানীয় জলের বোতলে পোকা ছিল বলে অভিযোগ তুলেন । তা সংবাদমাধ্যম প্রচার হয়। ফ্যাক্টরিটি বিশালগড় মহকুমায় অবস্থিত। তাই অভিযোগ যায় বিশালগড় মহকুমা শাসক অফিসে। বুধবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রলজি দপ্তরের আধিকারিকরা বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে পূর্ব গকুলনগরে জলের ফ্যাক্টরিতে তদন্ত করতে যায়। প্রশাসনিক আধিকারিকরা তদন্তে গিয়ে ফ্যাক্টরির যাবতীয় বিষয় খতিয়ে দেখেন। জলের বোতলে পোকা ঢোকার মত কোন উপায় খুঁজে পাননি। সকল নিয়মনীতি মেনেই চলছে ফ্যাক্টরি। প্রশাসনিক আধিকারিকরা এই জলের ফ্যাক্টরির বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলি খারিজ করে দেয়।
95