Home » আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকুটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকুটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকুটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক | বৈঠকে উপস্তিত ছিলেন প্রদেশ কিষান সাধারণ সম্পাদক তথা উনকুটি জেলার প্রাভারি বীরেন্দ্র দাস উনকুটি জেলার বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ উনকুটি জেলার কিষান মোর্চার সভাপতি হিরন্ময় সিনহা পাঁচ মন্ডলের কিষান মোর্চার সভাপতিগণ | সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক রাজ্য কিষান সবাবেশের প্রস্তুতি হিসাবে আগামী 26সে মার্চের মধ্যে প্রতিটি মন্ডলে ওয়ান বুথ টেন কিষান কমিটি নিয়ে এক কিষান সম্মেলনের আহ্বান করেন সর্বশেষ আলোচনায় জেলা সভাপতি পবিত্র দেবনাথ কৃষকদের জন্য যশস্বী প্রধান মন্ত্রী মোদীজির ঘোষিত প্রত্যেকটি যোজনা নিয়ে আলোচনা প্রসঙ্গে মোদীজি এবং মাননীয় মুখ্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং প্রতি মন্ডলে কিষান সম্মেলনের দিনক্ষণ ঠিক করে দেন | সর্বশেষে কিষান মোর্চার জেলাসভাপতি হিরণ্ময় সিনহা জেলা বিজেপি সভাপতিকে তার গঠনমূলক আলোচনার স্বাগত জানান এবং জেলার সমস্ত মন্ডলে কিষান সমাবেশের সফলতার জন্য সবার সহযোগিতা কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন |

You may also like

Leave a Comment