প্রতিনিধি কৈলাসহর:-আপ কি বার মোদী সরকার।এই শ্লোগানকে সামনে রেখেই সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যেই বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সকল নেতৃত্ব বিভিন্ন ধরনের প্রচার কর্মসূচী শুরু করে দিয়েছেন।সবার সাথে মন্ত্রী টিংকু রায়ও উনার নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার কর্মসূচী শুরু করে দিয়েছেন। এরই অঙ্গ হিসাবে মন্ত্রী টিংকু রায় উনার নিজের ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন।দেওয়াল লিখনের সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল, যুব মোর্চা চন্ডীপুর মন্ডলের সভাপতি বাবলু দেব, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,যুব নেতা কপিল দাস সহ আরও অনেকে।দেওয়াল লিখন শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে,দুই হাজার চব্বিশে আবার মোদি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শুধুমাত্র ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রেই নয়, গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রচার কর্মসূচী শুরু হয়েছে। এই প্রচার কর্মসূচীতে রাস্ট্রীয় সভাপতি জে.পি নাড্ডা থেকে শুরু করে বুথ সভাপতি অব্দি সবাই একসাথে মিলে মিশে প্রচার করছেন বলে জানান।
আপ কি বার মোদী সরকার।এই শ্লোগানকে সামনে রেখেই সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যেই বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সকল নেতৃত্ব বিভিন্ন ধরনের প্রচার কর্মসূচী শুরু করে দিয়েছেন।
by admin
written by admin
184