বিজেপি বিরোধী নতুন জোটের নামকে কটাক্ষ করে মঙ্গলবার টুইট করেছিলেন তিনি। কিন্তু তা ঘিরে বিতর্ক দানা বাঁধতেই পিছু হটলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুছে ফেললেন ‘ইন্ডিয়া বনাম ভারত’ দ্বন্দ্ব উস্কে দেওয়া সেই বিতর্কিত টুইট।
বেঙ্গালুরুতে মঙ্গলবার ২৬টি বিরোধী দলের বৈঠকে নয়া বিরোধী জোটের নাম, ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) ঘোষণা করা হয়। তার পর থেকে বিজেপির একাধিক নেতা বিষয়টিকে ‘ইন্ডিয়া বনাম ভারত’ লড়াই বলে চিহ্নিত করতে সক্রিয় হয়েছেন। সেই তালিকাতেই রয়েছেন হিমন্ত। মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, ‘‘ইন্ডিয়া এবং ভারতকে কেন্দ্র করে আমাদের সভ্যতাগত দ্বন্দ্ব রয়েছে। ঔপনিবেশিকতার উত্তরাধিকার থেকে নিজেদের মুক্ত হওয়ার জন্য আমাদের সক্রিয় হতে হবে। আমাদের পূর্বপুরুষেরা ভারতের জন্য লড়াই করেছেন, এবং আমরা ভারতের জন্য কাজ করে যাব। কংগ্রেস ইন্ডিয়ার পক্ষে, মোদীজি ভারতের।’’হিমন্তের ওই টুইট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। সেই সঙ্গে হিমন্ত কংগ্রেসকে ‘ইন্ডিয়ার পক্ষে’ বলায় কটাক্ষও করা হয় তাঁকে। এর পরে ওই টুইটটি অসমের মুখ্যমন্ত্রীর হ্যান্ডল থেকে মুছে ফেলা হয়। যা দেখে কংগ্রেসের আইটি সেলের সদস্য বিজয় থোট্টাথিলের কটাক্ষ, ‘‘হিমন্ত বিশ্বশর্মা তাঁর টুইটটি মুছে দিলেও সত্যটা ধামাচাপা দিতে পারবেন না। কংগ্রেস সত্যিই ইন্ডিয়ার পক্ষে।’’