খোয়াই সিঙ্গিছড়া বেলতলিতে ১৫ ফিট উচ্চতার প্রতিমা বানিয়ে চলছে পূজার চূড়ান্ত প্রস্তুতি।
সিঙ্গিছড়া সার্বজনীন কালী পূজা কমিটির পক্ষ থেকে খোয়াই সিঙ্গিছড়া বেলতলিতে ১৫ ফুট উচ্চতার মায়ের প্রতিমা বানিয়ে রাজ্য বাসী ও খোয়াই বাসির মঙ্গল আর্থে আগামীকাল ৪ঠা বৈশাখ ১৮ ই এপ্রিল বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামা মায়ের আরাধনা। মূলত ২০২৩ বিধানসভা নির্বাচনে বর্তমান সরকার পুনরায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে ।বর্তমান সরকার যাতে আরও ভালোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার নেতৃত্বে কাজ করতে পারে এরই লক্ষ্যে রাজ্যবাসী এবং খোয়াই বাসীর মঙ্গলার্থে সিঙ্গিছড়া স্থিত বেলতলী স্থিত ছন্দনীর কমিউনিটি হলের মাঠে আগামীকাল ঘটা করে অনুষ্ঠিত হবে শ্যামা মায়ের পুজো। মূর্তি নির্মাণ করছেন স্থানীয় মৃৎশিল্পী শিবব্রত শর্মা চৌধুরী। প্রায় একমাস সময় অতিবাহিত হয়েছে মূর্তি নির্মাণে । খোয়াই শহরে এই প্রথমবার ১৫ ফিট উচ্চতার কালী প্রতিমা তৈরি করা হয়েছে ।পুজোর বাজেট প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাস এবং পূজা কমিটির সম্পাদক গোপাল দেব। পূজা উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ ও বিতরণ করা হবে। এই পুজোকে ঘিরে গোটা এলাকায় আলোর রোসনায় সাজিয়ে তোলা হয়েছে। কমিটির পক্ষ থেকে সকলকে পূজায় সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।