Home » নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন গোমতী জেলা শাসকের

নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন গোমতী জেলা শাসকের

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

গোমতি জেলায় সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২ টায় গোমতী জেলা শাসক অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা শাসক গোভেকার ময়ূর রতিলাল, গোমতী জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং, অতিরিক্ত জেলাশাসক সহ প্রমূখ । এদিনের সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলাশাসক বলেন, গোমতী জেলায় সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে । এর মধ্যে ভোটার রয়েছে তিন লক্ষ ৩৯ হাজার ২০৫ জন । এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ ৭০ হাজার ২৬৬ জন । এছাড়া মহিলা ভোটার রয়েছে , ১ লক্ষ ৬৮ হাজার ৯৩৫ জন । এর মধ্যে এই জেলায় পোলিং স্টেশন রয়েছে ৩৯৯ টি । এছাড়া জেলাশাসক বলেন এখনো পর্যন্ত ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোমতী জেলায় চলে এসেছে । সেই সাথে সমস্ত পোলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থাও মোতায়েন করা হবে। কোন ধরনের গন্ডগোল দেখা দিলে মুহূর্তের মধ্যেই প্রশাসন করা হাতে মোকাবেলা করবে । গোমতী জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান, খিলপাড়া ও সোনামুড়া চৌহমুনী এলাকায় শাসকদলের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য প্রতিনিয়ত খোঁজ চালিয়ে যাচ্ছে । একই সাথে তিনি বলেন গত ১৪ই জানুয়ারি উদয়পুরে হামলার ঘটনায় এখনো পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । এছাড়া পুলিশের পক্ষ থেকে প্রতিদিন ফ্ল্যাগ মার্চ করানো হচ্ছে গোটা গোমতী জেলায় । ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর ও পরিষেবা রাখছে প্রশাসন । এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ভোটারদের কাছে এক শান্তিপূর্ণ ভোটের বার্তা পৌঁছান গোমতী জেলা শাসক ।

You may also like

Leave a Comment