Home » বিশ্রামগঞ্জে জেলাভিত্তিক জনজাতি লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্রামগঞ্জে জেলাভিত্তিক জনজাতি লোক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৯ জানুয়ারি ।। আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলাভিত্তিক উপজাতি লোক নৃত্য প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন সাংস্কৃতিক কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক হৈমন্তিকা রায় বর্মণ, ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগিতায় জেলার বিশালগড় সোনামুড়া জম্পুইজলা মহকুমা থেকে তিনটি দল অংশগ্রহণ করেন। জেলা জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক হৈমন্তিকা রায় বর্মন বলেন উপজাতিদের চিরাচরিত সাংস্কৃতির বিকাশের লক্ষ্যে প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে দপ্তর। জেলা ভিত্তিক প্রতিযোগিতার বিজয়ী দল আগামী ২৬ জানুয়ারি রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। আমাদের পরম্পরাগত সংস্কৃতির সুনাম রয়েছে সর্বত্র। এই সংস্কৃতি রক্ষা করতে এবং এর উন্নয়নে সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে। উৎসাহী শিল্পীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দপ্তর।

You may also like

Leave a Comment