প্রতিনিধি,বিশালগড় , ১৯ ডিসেম্বর ।। প্রতি ঘরে সুশাসন কার্যক্রমের অঙ্গ হিসাবে চড়িলাম বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজে গ্রাম দিবস উদযাপন করা হচ্ছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি নাগরিকদের কাছে পৌঁছে দিতে এই কার্যক্রম চালছে। সোমবার চড়িলাম ব্লকের রামনগর এডিসি ভিলিজে গ্রাম দিবস উদযাপন করা হয়। গ্রাম দিবস উপলক্ষে রামনগর বাজারে পোবা ব্লগ সলিং রাস্তার শিলান্যাস করেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম ব্লকের বি এ সি চেয়ারম্যান জাকুলো দেববর্মা , সমাজসেবী বিশু দেববর্মা, ভরত দেববর্মা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। রামনগর এলাকার শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । রামনগর এডিসি ভিলেজ এলাকার ৪০ জন নাগরিকের হাতে সম্মাননা এবং শীতের চাদর তুলে দিয়ে সংবর্ধিত করেন উপমুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন আঞ্চলিক দলগুলো আন্দোলন করছে। থানসার কথা বলছে। কিন্তু উন্নতি না হলে থানসা হবে কী করে। তিনি বলেন এডিসি এলাকার উন্নয়নে কোন কথা বলছেনা। উন্নতি করতে হলে দিল্লির সঙ্গে কথা বলতে হবে। কেউ কথা বলছেনা। যন্তরমন্তর গিয়ে আন্দোলন করেছে কিন্তু জনজাতি এলাকায় কী করলে মানুষের জীবনমানের উন্নয়ন হবে সেই বিষয় নিয়ে কথা বলছেনা। কেন্দ্রীয় সরকার জনজাতিদের উন্নয়নে দু’হাতে সহযোগিতা করছে। একসময় কেন্দ্র দেয়না বলে মিছিল মিটিং করতেন সিপিএম। এডিসি সিপিএম মুক্ত হয়েছে। কিন্তু উন্নয়ন হবে কখন ? শুধু হাঙ্গামা করলে স্লোগান দিলে ধর্না দিলেই উন্নতি হয়না। বিজেপি কাজে বিশ্বাস করে। কেন্দ্র এবং রাজ্যে বিজেপি। তাই জনজাতিদের উন্নয়ন একমাত্র বিজেপিই করতে পারে।
90
previous post