Home » কংগ্রেসকে সন্ত্রাসী দল আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

কংগ্রেসকে সন্ত্রাসী দল আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

সোমবার বিকেল চারটায় কাকরাবন বিধানসভা কেন্দ্রে নেতাজি চৌহমুনী বাজারে কাকড়াবন – মন্ডলের ভারতীয় জনতা পার্টির অটল ভবনের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা । এদিন দলীয় অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য , প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায় , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় সহ দলের এক ঝাঁক নেতৃত্ব । এই দিনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দলীয় সভায় যোগদান দেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে , রাজ্যের বাম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । একই সাথে নাম না করে কংগ্রেসের বর্তমান বিধায়ককে আক্রমণ করতে ছাড়েননি তিনি । এদিন মুখ্যমন্ত্রী বলেন এই রাজ্যের বুকে ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে কাকড়াবনে উন্নয়নটা সম্ভব হয়েছে । আগামী দিন এই কাঁকড়াবনকে শক্তিশালী করতে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে দলীয় প্রার্থীকে । একই সাথে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে কাকড়াবন শালগড়া মন্ডলের সমস্ত দলীয় কাজকর্ম করা হবে বর্তমান নতুন দলীয় মন্ডল অফিস থেকে । মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে চারটি জেলায় বিজেপি দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে । তা দেখে তিনি অত্যন্ত খুশি । এছাড়া তিনি আরো বলেন , এখনো যারা ভুল বুঝে কংগ্রেসের পথে হাঁটতে শুরু করেছেন তাদেরকে ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী । তার কারণ কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই আগামী দিনে । এমনটাই বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এদিন কাকরাবনে মন্ডল অফিস উদ্বোধন ও বিজেপি দলীয় সমাবেশ কে ঘিরে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার কর্মী ও যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিলো বিপুল সাড়া ।

You may also like

Leave a Comment