Home » সোমবার গন্ডাছড়া মহকুমা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার গন্ডাছড়া মহকুমা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৯ ডিসেম্বর:- সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে সোমবার গন্ডাছড়া মহকুমা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, রইস্যাবাড়ি বিদ্যালয় পরিদর্শক ব্রজমোহন মুরাসিং,গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা, সমাজসেবী আদিত্য সরকার প্রমুখরা। সেখানে আলোচনা করতে গিয়ে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা বলেন আগামী ২০ ডিসেম্বর ধলাই জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন প্রতিযোগিতাকে সামনে রেখে ৭টি ইভেন্টে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে একজন মেয়ে এবং একজন মেয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন গন্ডাছড়া মহকুমা অধীন দুটি ব্লক রয়েছে। একটি ডুম্বুর নগর ব্লক অপরটি রইস্যাবাড়ি ব্লক। এই দুটি ব্লক এলাকায় ১২টি হাই স্কুল এবং ৫টি হাই সেকেন্ডারি স্কুল রয়েছে। প্রধান শিক্ষক বলেন খেলাধুলা হল শিক্ষার একটা অঙ্গ। সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। তাই সুস্থ দেহ রাখার জন্য খেলাধুলা আমাদের জীবনের একটা অঙ্গ। ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলার সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকে শরীরটাকে সুস্থ রাখার জন্য এই বার্তা নিয়েই প্রতিযোগিতার আয়োজন বলে প্রধান শিক্ষক জানান।

You may also like

Leave a Comment