শনিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরা বাঁচাও যাত্রা এক মিছিল বের হয় গোমতী জেলার উদয়পুর কংগ্রেস ভবন থেকে । এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ আরম্ভ হয় । পরবর্তী সময় জেলা কংগ্রেসের ভবন থেকে এই পদযাত্রা শুরু হয় । এই পদযাত্রায় যুব কংগ্রেসের কর্মীরা দেহে দলের টি-শার্ট ও হাতে দলীয় পতাকা কাঁধে তুলে উদয়পুর শহরের বিভিন্নপদ পরিক্রমার মধ্য দিয়ে মিছিলটি জাতীয় সড়ক ধরে বাগমা বিধানসভা কেন্দ্রের বারোভাইয়া ও বাগমা চাপাতলা হয়ে বাগমা বাজারে এসে শেষ হয় । এদিন ভারতজড়ো এই পদযাত্রায় কংগ্রেসের যুবনেতা অভিজিৎ সরকার , প্রণজিৎ রায়, গোমতী জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস , কংগ্রেস নেতা টিটন পাল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মিলন কর সহ মহিলা কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এ দিনের মিছিল থেকে ত্রিপুরা বাঁচাও স্লোগান তুলে যুবকরা গোটা উদয়পুর ও বাগমা জুরে সেই মিছিল কে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় । মিছিলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন ছিল বিশাল পরিমাণে পুলিশ ও টিএস আর বাহিনী ।।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে ত্রিপুরা বাঁচাও যাত্রা এক মিছিল বের হয় গোমতী জেলার উদয়পুর কংগ্রেস ভবন থেকে
by admin
written by admin
123
previous post