ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে কাকোরি ষড়যন্ত্র মামলায় বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালো বামপন্থী যুব সংগঠন DYFI । এই উপলক্ষে মেলার মাঠ ছাত্র-যুবভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চার বীর শহীদ রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রসন সিং, আস্ফা উল্লা খান ,রাজেন্দ্র নাথ লাহিড়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে শহীদদের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এই দিনটির তাৎপর্য তুলে ধরে ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, লখনৌ শহরের কাছে কাকুরি ট্রেন লুটের ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছিল ব্রিটিশ পুলিশ। তাদের মধ্যে এই চার বীর শহীদকে ১৯২৭ সালে এই দিনে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ। বামপন্থী যুব সংগঠন এই চার বিপ্লবীকে স্মরণের মধ্য দিয়ে আগামী দিনে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই কে আরো তেজী করার শপথ গ্রহণ করা হয় ।
169
previous post