প্রতিনিধি, বিশালগড় ।। আগুনে পুড়ে ছাই হয়ে গেলো রাবার স্মোক হাউজ । ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি এলাকায়। ওয়ারেং বাড়ি এলাকায় গৌতম ঘোষ নামক ব্যবসায়ীর রাবারের গোডাউন এবং স্মোক হাউজ রয়েছে । জম্পুইজলা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রমিকদের কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ রাবারের সিট সংগ্রহ করে তার গোডাউনে জমা রাখে। রাবারের কাচা সিটগুলো স্মোক ঘরে আগুন জ্বালিয়ে শুকানো হয় । স্মোক ঘরে রয়েছে দুইজন শ্রমিক। শ্রমিক মন্টু পাল জানান মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা গোডাউন । শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনা স্থলে ছুটে যাওয়ার আগেই ১২ লক্ষ টাকার রাবারের সিট পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত বুঝে উঠতে পারছে না কেউ। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান রাবারের স্মোক হাউজ থেকেই আগুনের সূত্রপাত। অসাবধানতার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রাবার ব্যবসায়ী গৌতম ঘোষ।
138
previous post
চড়িলামে সমবায় সপ্তাহ উপলক্ষে আলোচনা চক্র অনুষ্ঠিত
next post