প্রতিনিধি, বিশালগড় , । ৭১তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয় সিপাহীজলা জেলায় । জেলা ভিত্তিক অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে সোমবার চড়িলামের লীলা দেব স্মৃতি কমিউনিটি হলে উদযাপিত হয় আলোচনা চক্র । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার প্রমুখ । শুরুতে সমবায়ের পতাকা উত্তোলন করেন উপস্থিতি অতিথিরা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত । সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা চক্রে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য অতিথিরা সমবায়ের তাৎপর্য আলোচনা করেন।
36
previous post
ঊনকোটি জেলায় পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস
next post