প্রতিনিধি , উদয়পুর :-
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই শাসক দল বিজেপির নেতৃত্বরা দলীয় প্রচারে ইতিমধ্যেই নেমে পড়েছেন শহর থেকে গ্রাম ও পাহাড়ের বিভিন্ন জনজাতি এলাকায় । সোমবার সকাল ৯ টা থেকে ৩৩ কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে গ্রামে চলো অভিযান শুরু হয় । দলীয় পতাকা কাঁধে নিয়ে যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা ও অন্যান্য বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা দলীয় স্লোগানের মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভোটারদের বাড়ি বাড়ি জনসংযোগ ও দলীয় প্রচার শুরু করে । বিভিন্ন বাঙালি এলাকা থেকে শুরু করে পাহাড়ের জনপদে শুরু হয় ঘন জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন উঁচু-নিচু পাহাড়ি বাড়িগুলিতে দলীয় প্রচার । দলীয় প্রচার চলার পথে আবার কখনো ছোট আকারে যোগদান করিয়ে নিচ্ছে বিভিন্ন বিরোধী দলের কর্মীদেরকে। ভোটাররা দুহাত তুলে এই দলীয় প্রচারের মধ্য দিয়ে সমর্থন জানিয়ে চলেছে শাসকদলকে। কখনো চলছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রকে সামনে রেখে প্রচার আবার কখনো কেন্দ্রীয় সরকারের উন্নয়নের চিত্রও তুলে ধরা হচ্ছে ভোটারদের কাছে। ছোট ছোট আকারে বাজার গুলিতে সভা করা হচ্ছে কাকরাবন বিধানসভায় । গত ২৫ বছরের এই রাজ্যে দুইটি লোকসভা কেন্দ্রে বামেদের আধিপত্য থাকা সুবাদেও কখনো উন্নয়নের জোয়ার দেখতে পায়নি কাকড়াবনবাসী। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রাজ্যের বর্তমান সরকার যে কাজ করেছে সে কাজের নিরিখে যেন ভোটাররা বিপুল ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করে সে আবেদন রাখেন স্থানীয় বিজেপি মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন মোর্চার নেতৃত্বরা এদিনের এই প্রচার অভিযানের মধ্য দিয়ে। কাকড়াবন শালগড়া মন্ডলের দলীয় প্রচারকে কেন্দ্র করে দলের কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো ।