প্রতিনিধি মোহনপুর:-সহকার ভারতীর কার্যকর্তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। দুর্গাবাড়ির চা বাগান কমিউনিটি হলে এই বৈঠকে এদিন সংগঠনের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। সহকার ভারতী গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যে কো-অপারেটিভ সোসাইটি গঠন এবং তার প্রসার নিয়ে কাজ করছে।
কো-অপারছটিভ সোসাইটির মাধ্যমে আর্থিক বিকাশ এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সারা দেশের মধ্যে গুজরাট এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। একইভাবে অন্যান্য রাজ্যেও এই কো-অপারেটিভ মুভমেন্ট ব্যাপকভাবে শুরু করার ক্ষেত্রে সহকার ভারতী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কো-অপারেটিভ গঠন, ব্যবসার প্রসার এবং মানুষদের সংঘটিত করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা নিচ্ছে। রবিবার সহকার ভারতীর রাজ্য শাখার কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।। আলোচনা সভাতে উপস্থিত ছিলেন সরকার ভারতীর অখিল ভারতীয় সংগঠন মন্ত্রী সঞ্জয় বাসফোর, সরকার ভারতীর ক্ষেত্র সংগঠন মন্ত্রী ভরত কুমার, সহকার ভারতীর অখিল ভারতীয় উপাধ্যক্ষ প্রশান্ত বজোর বরোয়া এবং অন্যান্যরা। এদিন নবগঠিত রাজ্য কমিটির সভাপতি গোপাল চক্রবর্তী, সহ-সভাপতি অপূর্ব রায়, সাধারণ সম্পাদক পরিমল সূত্রধর, সম্পাদক সুব্রত দাস এবং সংগঠন মন্ত্রী হিসেবে মান্না রায়কে ঘোষণা করা হয়। মোট ২০ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে এদিন।
সহকার ভারতীর রাজ্য কমিটি গঠন
92
previous post