28
- নিজস্ব প্রতিনিধি, কৈলারসহর :- CPIM দলের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল বেলা কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে একটি প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম কৈলাশহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী থেকে শুরু করে সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম দলের নেতৃত্বরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেন,পাশাপাশি সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজেপি ও কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন।