Home » প্রতিটি ঘরে দেবী লক্ষ্মীর পূজা নির্বিঘ্নে সমাপ্ত হলো

প্রতিটি ঘরে দেবী লক্ষ্মীর পূজা নির্বিঘ্নে সমাপ্ত হলো

by admin
  • প্রতিনিধি, উদয়পুর :- রাজ্যে বর্তমানে চলছে উৎসবের মরসুম । দুর্গাপূজার পরে এবার অনুষ্ঠিত হলো দেবী লক্ষ্মীর পুজো । গোমতী জেলার উদয়পুরে প্রতিটি ঘরে ঘরে পূজিত হয় দেবী লক্ষ্মী । এই বছর উদয়পুরে ব্যতিক্রমী লক্ষ্মীবাজার দেখতে পাওয়া যায় । বন্যার কারণে বিভিন্ন গ্রামীন এলাকাগুলি প্লাবিত হয়েছে এর ফলে ক্ষতির শিকার হয়েছে মৃৎশিল্পীরা । তারফলে প্রতিমা তৈরিতে অনেকটাই সমস্যায় পড়তে হয় মৃৎশিল্পীদের । এর ফলে উদয়পুর বাজারে ৫০০ থেকে ১০০০ টাকা এবং ২০০০ টাকা পর্যন্ত লক্ষ্মীর প্রতিমা বিক্রি করা হয় ।‌ অন্যদিকে ফলের দাম ছিল উর্ধ্বগতি । শসার কেজি ছিল ১০০ টাকা দরে । লক্ষ্মীর নাড়ু তৈরি করতে গিয়ে গুড়ের দাম দিতে হয়েছে ১৪০ টাকা দরে । তারপরেও প্রতিটি ঘরে দেবী লক্ষ্মী পূজিত হয় । অন্যদিকে উদয়পুরে বাজির বাজারে ব্যাপক দাম দেখতে পাওয়া যায় বিভিন্ন বাজির । সবমিলিয়ে ধনদেবী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে প্রতিটি সনাতনী হিন্দু ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এক আনন্দ কোন উৎসবমুখর হয়ে উঠেছে গোটা উদয়পুর।

You may also like

Leave a Comment