ধর্মনগর প্রতিনিধি।
লোকসভা নির্বাচন রাত পোহালে ই। এখনো বিরোধী দলে ভাঙ্গন অব্যাহত রয়েছে। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত উপজাতি কেন্দ্রে আগামী ২৬ শে এপ্রিল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব হতে চলেছে। আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। এমন অবস্থায় মানুষ শেষ পর্যন্ত বিরোধীদল গুলির প্রতি আস্থা রাখতে না পেরে কেন্দ্রীয় সরকার তথা রাজ্যে প্রতিষ্ঠিত ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা জ্ঞাপন করে দলে দলে যোগদান করছে। 18 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাগবাসা বিধানসভার লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতের অধীন খেরেংজুড়ি ৩০ বুথ এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত বিজেপি দলের। এই যোগদান সভায় ৮ পরিবারের ৩৫ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, বিধায়ক যাদব লাল দেবনাথ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রুপালী অধিকারী সহ অনান্য নেতৃত্বরা।
লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে বাগ বাসা বিধানসভায় এলাকায় বিরোধী দলে ভাঙ্গন।
124
previous post