Home » সিমনাতে বিজেপি,আইপিএফটি ও মথার যৌথ সভা

সিমনাতে বিজেপি,আইপিএফটি ও মথার যৌথ সভা

by admin

প্রতিনিধি মোহনপুর:-১ নং সীমনা বিধানসভার পঞ্চবটিতে বিজেপি আইপিএফটি এবং তিপ্রা মাথার যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করেছেন বিজেপি দলের পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। বক্তারা রাজ্যের সিপিআইএম দলকে জোরালো আক্রমণ করেছেন। দাবি করা হয় রাজ্যের আক্ষরিক অর্থের উন্নয়ন শুরু হয়েছে ২০১৮-র পর থেকেই।
রবিবার দুপুরে পঞ্চবটিতে বিজেপির সহযোগী দুই দল মিলে নির্বাচনকে কেন্দ্র করে এক দলীয় সভাতে বিপ্লব কুমার দেবের সমর্থনে ব্যাপক জনমত গঠনে চেষ্টা করা হয়। এদিন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা বলেন সিপিআইএম বছরের পর বছর রাজ্যের উপজাতি এবং অন্যান্যদের শুধুমাত্র শোষণ করে গেছে। গরিবকে গরিব রাখার কাজ করে গেছে। অন্যদিকে বর্তমান সরকার এমবিবি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রয়াত মহারাজের নামে করায় প্রশংসা করেছেন তিনি। এদিন বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিআইএম এই রাজ্যের উন্নয়নে কোন ভূমিকাই রাখিনি। তারা ৩৫ বছরে ঘর দিয়েছিল ৪৮ হাজার। আর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চার বছর আট মাসে ঘর প্রদান করা হয়েছে সাড়ে তিন লক্ষ। নিজের দলীয় কার্যালয়গুলো মজবুত করেছে বলে কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব। এর বাইরে মানুষের জন্য ভাবেনি বলে মন্তব্য করেছেন বিপ্লব। এই দিন বিপ্লব কুমার দেব প্রশংসা করে বলেন দেশের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছেন। যার প্রভাব আগামী দিনে এই রাজ্যেও পড়তে চলেছে। এজন্য এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, উপস্থিত ছিলেন হেজামারা ব্লক বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment