Home » বিশালগড়ে বিজেপির টিফিন বৈঠকে ব্যাপক সাড়া

বিশালগড়ে বিজেপির টিফিন বৈঠকে ব্যাপক সাড়া

by admin

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছরের সাফল্যের খতিয়ান নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিজেপির কার্যকর্তারা। নানা অভিনব কার্যক্রমের মাধ্যমে জন সম্পর্ক অভিযান চলছে জোর কদমে। এরমধ্যে অন্যতম টিফিন বৈঠক। প্রত্যেকে কার্যকর্তা নিজের বাড়ি থেকে টিফিন নিয়ে বৈঠকে অংশ নেন। এই টিফিন সবাই ভাগ করে খান। এতে একে অপরের সঙ্গে সম্পর্ক সমৃদ্ধ হয়। জাতপাত ধনী গরীবের কোন ভাগাভাগি নেই। সবাই মিলেমিশে টিফিন ভাগ করে খাচ্ছে। এতে সমরসতা বৃদ্ধি পায়। সংঘবদ্ধভাবে কাজ করার স্পৃহা জাগ্রত হচ্ছে। রবিবার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে শীতলটিলা জেবি স্কুল মাঠে টিফিন বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া ছিলেন ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস, সহসভাপতি জিতেন্দ্র সাহা, কাউন্সিলর অনুরাগ চক্রবর্তী, রাজেশ সাহা প্রমুখ। বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিধায়ক সুশান্ত দেব বলেন কার্যকর্তাদের সংঘবদ্ধকরণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবাই হাতে হাত ধরে কাজ করে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত করতে হবে। অশুভ সুবিধাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই আরও তীব্র করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নারী শক্তি। এছাড়া এদিন বিশালগড় পূর্ব লক্ষীবিলে জন সম্পর্ক করেন বিধায়ক সুশান্ত দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি । এদিকে কমলাসাগর মন্ডলের উদ্যোগে কাজারিয়া হলঘর মাঠে টিফিন বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত , বিধায়িকা অন্তরা সরকার দেব প্রমুখ।
কমলাসাগর মন্ডলের ১৯ টি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ,বুথ সভাপতি ও মন্ডলের দায়িত্ব প্রাপ্ত কায্যকতাগন বৈঠকে অংশ নেন । একে অপরের টিফিন ভাগ করে ভোজন করেন।

You may also like

Leave a Comment