Home » তিপ্রা মথা দলের শক্ত ঘাঁটিতে, বি জে পি দলে যোগদান।

তিপ্রা মথা দলের শক্ত ঘাঁটিতে, বি জে পি দলে যোগদান।

by admin

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে সাধারণ জন জাতিদের মধ্যে মোহ ভঙ্গ হচ্ছে তিপ্রা মথা দলের প্রতি। আত্মা বিশ্বাস বাড়ছে ভারতীয় জনতা পার্টির প্রতি। গত কয়দিন ধরে প্রায় প্রতিদিনই তিপ্রা মথা দল থেকে তেলিয়ামুড়ায় বি জে পি দলে যোগ দিছে। আজ দুস্কি পাড়া কলক এ বি জে পি তেলিয়ামুড়া মণ্ডলের দুস্কি শক্তি কেন্দ্রের সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬২জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগ দেয়। নবগত দের হাতে পমচিন্নিত পতাকা হাতে তুলে দিয়ে বি জে পি দলে স্বাগত জানান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুরো পরিষদের প্রাক্তন চেয়ারমেন নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় এবং গোপাল ব্রহ্ম সহ দুস্কি শক্তি কেন্দ্রের কার্যকরতারা। নমাগত দের স্বাগত জানিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় বলেন, বাস্তবের নিরিখে আজ শুধু তেলিয়ামুড়া নয় সারা রাজ্যে জনজাতিরা বুঝতে পারছে, তিপ্রা মথা দল তিপ্রা ল্যান্ডের নামে ভাঁওতা দিছে। এখন জন জাতি ভাই-বোনেরা বুজে গেছে। এখন প্রয়োজন উন্নয়নের।চাই নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার এবং স্বাস্থ্যের। আর এই কাজগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার দল -মত নির্বিশেষে সকলের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে। তাইতো আজ শুধু তেলিয়ামুড়া নয় সারা রাজ্য জুড়ে জনজাতি ভাই বোনেরা বিজেপি দলের প্রতি বিশ্বাস রেখে বিজেপি দলে যোগ দিচ্ছে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের দিন পাড়া কলক বিদ্যালয় এ ভোটকেন্দ্র পরিদর্শনে আসলে তিপ্রা মথা সমর্থকরাসেই দিনের বিজেপি দলের প্রার্থী তথা আজকে তেলিয়ামুড়া কেন্দ্রের বিদায়িকা কল্যাণী সাহা রায় এর সাথে দূর ব্যবহার করে ছিলো। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে দুস্কি এলাকা মথা দলের শক্ত ঘাঁটি হিসাবে ই পরিচিত। মাথার এই শক্ত ঘাঁটিতে আজ ভাঙ্গন ধরিয়ে বিজেপি দলের কার্যকর তাদের মধ্যে যথেষ্টই সন্তুষ্টি বিরাজ করছে বলা যায়।

You may also like

Leave a Comment