Home » জন সংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই বিধানসভার চা বাগান অঞ্চলে টিফিন বৈঠকের নামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জন সংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই বিধানসভার চা বাগান অঞ্চলে টিফিন বৈঠকের নামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

by admin

জন সংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে খোয়াই বিধানসভার চা বাগান অঞ্চলে টিফিন বৈঠকের নামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস, সহ-সভাপতি প্রণব বিশ্বাস এবং যুব মোর্চা খোয়াই মন্ডল কমিটির সভাপতি সত্যজিৎ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন মত বিনিময় সভায় চা বাগানে উপস্থিত শ্রম জীবি অংশের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন জনজাতিদের আর্থ-সামাজিক মান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। ২০১৮ সালের নির্বাচনের পর বিজেপি শাসন ক্ষমতায় আসার পর এই চা বাগান অঞ্চলের শ্রমজীবী মানুষরা জমির পাট্টা পেয়েছে। মাথা গোজার এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা হয়নি। দেশের প্রধানমন্ত্রী মোদিজীর নেতৃত্বে দেশ প্রগতি ও বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। কেন বিগত সরকারের ২৫ বছরের আমলে আপনারা বঞ্চিত ছিলেন। ভোটের দিন আসলে আপনাদের কদর বেড়ে যেত। ভোট পেরিয়ে গেলে আপনাদের খোঁজখবর নিতে কেউ আসতো না। এই দুঃবিষয় জীবন থেকে আপনাদের পরিত্রান দিয়েছে বর্তমান সরকার। জমির পাট্টা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, অটল জলধারায় পানীয় জল, উজ্জ্বলা যোজনায় গ্যাসের কানেকশন, বিদ্যুৎ লাইনের সংযোগ, সবকিছুই প্রদান করা হয়েছে এ সরকারের আমলে। খোয়াই চা বাগান শ্রমিকরা আজ আত্মনির্ভরশীল। তারা ভারতীয় জনতা পার্টি এবং মোদিজীর আদর্শে অনুপ্রাণিত । মন্ডল সভাপতির প্রতিটা বক্তব্যে সকলেই সহমত পোষণ করেছেন এবং আগামী লোকসভা নির্বাচনে মোদিজীর হাতকে সশক্ত করণ করার পক্ষে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment