কল্যাণপুর প্রতিনিধি:
প্রায় প্রতিদিন রীতিমতো রুটিন কর্মসূচির মত করে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে মথা সিপিআইএম সহ বিরোধীরা ভাঙছে। বিজেপি দলের সভাপতি জে পি নাড্ডার রাজ্যে আগমনের দিনই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের পূর্ব ঘিলাতলি এ ডি সি ভিলেজের অন্তর্গত বিনয় চৌমুহনীতে এক বাজার সভার মধ্য দিয়ে মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে ১১ পরিবারের ৩৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক তথা বিজেপি দলের জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।
এই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন গোটা ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে বিকাশ মুখি সরকার চলছে। সমগ্র রাজ্যজুড়ে যেভাবে সাধারণ মানুষের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই ভাবধারায় ভাবিত হয়ে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই বিরোধীদল থেকে মানুষ বিজেপি দলে সামিল হচ্ছেন বলে শ্রী দাস চৌধুরী দাবি করেন। এরই অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনয় চৌমুহনিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে বলে বিধায়ক দাবি করেন। পাশাপাশি মন্ডল সভাপতি জীবন দেবনাথকে পাশে রেখে যথেষ্ঠ আত্ম প্রত্যয়ের সাথে বিধায়ক পিনাকী দাস চৌধুরীর দৃপ্ত ঘোষণা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই গোটা কল্যাণপুরে সিপিআইএম, মথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরাট সংখ্যক অনুগামী ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন।
কল্যাণপুরের পিনাকির হাত ধরে ১১ পরিবারের ৩৪ ভোটের বিজেপিতে
121