প্রতিনিধি, মাতাবাড়ি :-
সিপিআইএমের আগুনে পুড়লো খড়ের মোড়ল ।
অভিযোগ স্থানীয় এলাকাবাসীর । ঘটনার বিবরণে জানা যায় , শুক্রবার রাত দশটা নাগাদ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীরামটিলা এলাকায় বিজেপি কর্মী মনমোহন সরকারের বাড়িতে গবাদি পশুর খাদ্য খড়ের মোড়লে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা । বাড়ির অন্যান্য সদস্যরা এই ঘটনা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের খবর দেয় । দমকল দফতরের কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যায় দমকলের একটি বড় ইঞ্জিন । দীর্ঘ আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল দপ্তরের কর্মীরা । এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এলাকাবাসীরা অভিযোগের আঙ্গুল তুলে সিপিআইএমের দিকে । ভোটের পর এই ধরনের অগ্নিকাণ্ড কাশীরাম এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে গ্রামবাসীদের মধ্যে ।