প্রতিনিধি কমলাসাগর ১৭ ডিসেম্বর :-
কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩২ নং বুথ তথা বিক্রমনগর পঞ্চায়েতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় পাঁচ পরিবারের ১৫ ভোটার সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। সিপিএম ছেড়ে বিজেপি দলে নবাগতদের বরণ করে নেন কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন কমলা সাগর মন্ডল সহ-সভাপতি পার্থ সরকার, দুলাল সরকার জেনারেল সেক্রেটারি বিজনকান্তি আচার্য সহ বিজেপির একাধিক নেতৃত্ব গন। অন্যদিকে কমলাসাগর মন্ডলের অন্তর্গত মধুপুর বাজারে আগামীকাল প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে সুবিশাল মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই মিছিলে শেষ কে লগ্নে পঞ্চায়েত সদস্য সীমা সরকার সিপিএম ত্যাগ করে বিজিবি দলের যোগদান করেন। উনার পরিবারে রয়েছেন তিন ভোটার। তাদের বিজেপি দলে বরণ করে নেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা। বিজিবি ২০২৩ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত কমলা শাখা মন্ডলের বিভিন্ন পঞ্চায়েতের যোগদান সভা। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞের দিকে দিকে সিপিএম কংগ্রেস ছেড়ে বিজিবি দলের যোগদান করছেন বলে জানান কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী।